হোম > সারা দেশ > গাইবান্ধা

পুকুর পাড়ে মোটরসাইকেল-জুতা-হেলমেট, নিখোঁজ ব্যবসায়ী

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে রাতে ওষুধ কিনতে এসে আর বাড়ি ফেরেননি পোলট্রি ফিড ব্যবসায়ী জতিশ চন্দ্র সরকার (৫৫)। পরদিন একটি পুকুর পাড়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল-জুতা-হেলমেট পড়ে থাকতে দেখা যায়। তবে নিখোঁজ রয়েছে জতিশ চন্দ্র। 

আজ সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের সিরাজুল ইসলামের রাইস মিল সংলগ্ন দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উত্তর পাশের পুকুর সংলগ্ন জুতা, হেলমেট ও ডিসকভার মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিখোঁজ জতিশ চন্দ্রের ভাতিজা কাকন চন্দ্র এসব তথ্য নিশ্চিত করেন। 

খোঁজ নিয়ে জানা যায়, ওই ইউনিয়নের তরফবাজিত (মধ্যপাড়া) গ্রামের মৃত গঙ্গাধর সরকারের ছেলে জতিশ চন্দ্র সরকার সাদুল্লাপুর শহরে পোলট্রি ও ডেইরি ফিড ও মেডিসিন ব্যবসা করে আসছিলেন। ধারাবাহিকতায় রোববার রাত প্রায় সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। এরই মধ্যে রাত সাড়ে ১১টার দিকে ওষুধ কেনার জন্য আবার সাদুল্লাপুর আসেন। এরপর দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফিরলে স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে সোমবার সকালে তরফবাজিত এলাকার সিরাজুল ইসলামের রাইস মিল সংলগ্ন পুকুর পাড়ে জতিশ চন্দ্রের জুতা, হেলমেট ও ডিসকভার মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনা স্থলে এসে পুকুরে খোঁজাখুঁজি করেও জতিশ চন্দ্রকে পায়নি তারা। 

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে পরিত্যক্ত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। নিখোঁজ জতিশকে উদ্ধার চেষ্টায় খোঁজ-খবর অব্যাহত রয়েছে।’ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু