হোম > সারা দেশ > গাইবান্ধা

লকডাউনে সুন্দরগঞ্জে জমজমাট পশুহাট, মানছে না স্বাস্থ্যবিধি

প্রতিনিধি, সুন্দরগঞ্জ

সরকার ঘোষিত কঠোর লকডাউনকে উপেক্ষা করে গাইবান্ধার সুন্দরগঞ্জে বসেছে পশুহাট। হাটে ক্রেতা-বিক্রেতা কেউ মানছে না স্বাস্থ্যবিধি। আজ বুধবার উপজেলার মীরগঞ্জে সর্ববৃহৎ পশুহাটটি বসে। ঈদকে সামনে রেখে এ পশুহাটে হাজারো মানুষের উপস্থিতি ছিল। 
তবে অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ পশুহাটে উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাক থেকে ক্রেতা-বিক্রেতারা এসেছেন। সেখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে চলছে কেনাবেচা। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক। কারও কারও সঙ্গে মাস্ক থাকলেও তা ছিল পকেটে। কেউবা থুতনির নিচে ও কানে ঝুলিয়ে রেখেছেন। লকডাউনের মধ্যে সরকার ও প্রশাসন যখন বিধিনিষেধ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে তখন পশুহাট বসিয়েছেন হাট মালিকেরা। এতে করোনা সংক্রমণ বিস্তার ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে গরু ব্যবসায়ী মমিনের সঙ্গে কথা হলে তিনি জানান, মাস্ক পকেটে আছে। গরমের কারণে মাস্ক পরে থাকা যায় না তাই পড়েননি। মাস্ক না পরলেও কেউ কিছু বলে না তাই অনেকেই মাস্ক পড়েনি বলেও জানান তিনি।

গরু ক্রেতা আবদুল গফুর মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, এখনো গরু কিনতে পারিনি। হাটে অনেক ভিড়। ক্রেতা-বিক্রেতারা গাদাগাদি করে আছে। তাই করোনার ভয়ে বাড়ি চলে যাচ্ছি। পরের হাটে এসে গরু কিনব।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, আজ পশুর হাট বসার কথা নয়। খোঁজ নিয়ে দেখছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ বলেন, যদি পশুহাট বসে তাহলে হাট ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

মীরগঞ্জ পশুহাট ইজারাদার সোহেল রানার মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু