হোম > সারা দেশ > গাইবান্ধা

প্রাইভেট কারে লুকিয়ে রাখা ৩৮৭ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রাইভেট কারে লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিলসহ মুক্তা আক্তার পাখি (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার ঝাউলার বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
মুক্তা আক্তার পাখি লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার পশ্চিম সাড়াডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার ঝাউলার বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৮৭ বোতল ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়। 

ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম জানান, এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মাদক কারবারি ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: জাহিদুল ইসলাম

চা-দোকানিকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ

ভাগ্যবদলের স্বপ্নে ছুটছেন গাইবান্ধার চরাঞ্চলের নারীরা

গাইবান্ধায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

ফুলছড়িতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১০

গাইবান্ধার ৫টি আসন: দুর্গ দখলে মরিয়া দুই দল