হোম > সারা দেশ > রংপুর

ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি

রংপুর নগরীর একটি ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ।

আজ শনিবার দুপুরে নগরীর কলেজ রোডের নীলাঞ্জনা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) ইজার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রের নাম শহিদুল ইসলাম শহিদ। তাঁর বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। তিনি রংপুরে থেকে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোচিং করছিলেন।

পুলিশ জানায়, শহিদ এক মাস আগে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য রংপুর শহরে আসেন। আজ সকাল থেকে তাঁর ঘরের দরজা বন্ধ দেখে মেসের অন্য ছাত্ররা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়।

উপপরিদর্শক (এসআই) ইজার আলী জানান, মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে এতে কারও নাম লেখা নেই। নোটে বলা হয়েছে, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাঁর মৃত্যুতে যেন কোনো মামলা না হয়।

তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, ‘ধারণা করা হচ্ছে, হতাশা থেকে ছেলেটি আত্মহত্যা করেছে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু