হোম > সারা দেশ > গাইবান্ধা

‘ফিল্মি স্টাইলে’ বাড়ি থেকে তুলে নেওয়া নারী শিক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার ১

গাইবান্ধা প্রতিনিধি

বাড়িতে ঢুকে হামলা করে ওই শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মেসকাত হাসান সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কামারদহ ফেলুপাড়া গ্রামের একটি বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। বাড়িটির মালিক চাঁন মিয়া গ্রেপ্তার সঞ্চয়ের আত্মীয়।

এর আগে এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ২০-২২ জন যুবক একটি বাড়িতে হামলা করছেন। তাঁদের হাতে দেশি অস্ত্র ও লাঠি। বাড়ির জানালা ও গেটে আঘাত করছেন তাঁরা। এরপর বাড়ির ভেতরে কয়েকজন যুবক প্রবেশ করেন। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে এক নারী শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে বের করেন। স্থানীয় লোকজন তাঁদের আটকের চেষ্টা করেও ব্যর্থ হন।

আজ বুধবার বিকেলে ওসি বুলবুল ইসলাম বলেন, শিক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। মেয়েটির শারীরিক পরীক্ষা করার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়