হোম > সারা দেশ > গাইবান্ধা

হাতকড়াসহ হাসপাতালে গান গাইলেন যুবক, ভিডিও ভাইরাল

গাইবান্ধা প্রতিনিধি

হাতকড়া হাতে হাসপাতালের জরুরি বিভাগের চেয়ারে বসে আছেন এক ব্যক্তি। গাইছেন গান। সেই ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এদিন হামিন্দপুর কৈপাড়া এলাকা থেকে অটো ছিনতাইয়ের অভিযোগে ওই যুবককে আটকের পর মারধর করে পুলিশে দেন এলাকাবাসী। পরে হাতকড়া পরিয়ে তাঁকে পরীক্ষার জন্য হাসপাতালে নেয় সাদুল্লাপুর থানা-পুলিশ।

ওই যুবকের নাম মো. মিলন মিয়া (২২)। তিনি উপজেলার সাদুল্লাপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মহসীন ব্যাপারীর ছেলে।

ভিডিওটিতে দেখা গেছে, সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক কর্মকর্তার কক্ষে চেয়ারে বসা ওই ব্যক্তি। হাতকড়া পরা অবস্থায় গান গাইছেন তিনি। সেখানে উপস্থিত আবাসিক চিকিৎসক কর্মকর্তা সুমন রঞ্জনসহ দুই পুলিশ সদস্য গান শুনছেন। ১ মিনিট ৩১ সেকেন্ডের গানের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার বলেন, তাকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান ওসি।

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের