হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে পানির ট্যাঙ্কে পড়ে দুই ভাইয়ের মৃত্যু 

প্রতিনিধি

গোবিন্দগঞ্জ: গোবিন্দগঞ্জে পানির রিজার্ভ ট্যাঙ্কে পড়ে হাসান (৩০) ও হাবিবুর (২৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় মিন্টু নামে অপর একজন আহত হন।

আজ সোমবার ভোরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসান ও হাবিবুর ওই গ্রামের মো. আফতাব রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর রাতে হাবিবুর তার স্ত্রীকে নিয়ে ওয়াশরুমে যায়। পরে ওয়াশরুম থেকে ফেরার সময়ে বাড়ির মধ্যে থাকা পানির ট্যাঙ্কে হঠাৎ করে পড়ে যায় হাবিবুর। তাকে উদ্ধার করতে ট্যাঙ্কে নামে ভাই হাসান ও প্রতিবেশী মিন্টু। এ সময় ট্যাঙ্কের মধ্যেই হাসান ও হাবিবুরের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় মিন্টুকে।

ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে হাসান ও হাবিবুরের লাশ উদ্ধার করে। এ সময় আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের