হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় পৃথক মাদক মামলায় দুদু শেখ ওরফে নোয়া দুদু  (৫০) ও জুয়েল রানা (২১) নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুদু শেখের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত বছর এবং জুয়েল রানার ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি আবদুল জলিলকে (৩০) বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুনতাসির আহমেদ ও জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া পৃথকভাবে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত দুদু শেখ গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর শক্তিপুর গ্রামের এবং জুয়েল রানা সদর উপজেলার খোর্দ্দমালিবাড়ি চান্দেরঘাট গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর দুজনকে আদালত থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পেশকার সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুই মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুজনকে যাবজ্জীবন ও পলাতক একজনকে খালাস দিয়েছেন।

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের