হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১ 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্বদেশ চন্দ্র (২৩) নামের এক যুবক আহত হয়েছিলেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থান মারা যান স্বদেশ। এর আগে গতকাল বুধবার দুপুরে দুর্ঘটনাটি হয়। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালকও আহত হন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

স্বদেশ চন্দ্র মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত সুদেব চন্দ্রের ছেলে। ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সম্প্রতি গ্রাফিকস ডিজাইনিংয়ে ডিগ্রি নিয়েছিলেন। তবে অপর মোটরসাইকেলর চালকের পরিচয় জানা যায়নি।

নিহতের মামা বিদূষ রায় বলেন, বুধবার দুপুরে ওষুধ নিয়ে পলাশবাড়ী শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন স্বদেশ। পথে বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী অপর একটি বাইকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হন স্বদেশ। তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ও পরে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান স্বদেশ। 

পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহটি এখন রংপুরে আছে।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা