গাইবান্ধার পলাশবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্বদেশ চন্দ্র (২৩) নামের এক যুবক আহত হয়েছিলেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থান মারা যান স্বদেশ। এর আগে গতকাল বুধবার দুপুরে দুর্ঘটনাটি হয়। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালকও আহত হন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
স্বদেশ চন্দ্র মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত সুদেব চন্দ্রের ছেলে। ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সম্প্রতি গ্রাফিকস ডিজাইনিংয়ে ডিগ্রি নিয়েছিলেন। তবে অপর মোটরসাইকেলর চালকের পরিচয় জানা যায়নি।
নিহতের মামা বিদূষ রায় বলেন, বুধবার দুপুরে ওষুধ নিয়ে পলাশবাড়ী শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন স্বদেশ। পথে বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী অপর একটি বাইকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহটি এখন রংপুরে আছে।