হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

জিনিসপত্রের দাম কমানোসহ মজুরদের কাজ ও খাদ্যের নিশ্চয়তার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন জেলা শাখার উদ্যোগে শহরে এ কর্মসূচি পালন করা হয়। 

বিক্ষোভ মিছিল শেষে ১ নম্বর রেলগেটে সমাবেশ হয়। এতে আয়োজক সংগঠনের সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবু সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসানুল হাবিব সাঈদ, সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকা প্রমুখ। 

বক্তারা বলেন, দেশের ৮০ ভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত। কিন্তু ৫২ বছরের শাসন এ দেশের কৃষি ও কৃষককে ধ্বংস করে দিয়ে কৃষকদের দিনমজুর ও ভূমিহীনে পরিণত করেছে। তাই দেশকে রক্ষা করতে হলে কৃষি ও কৃষকদের রক্ষা করতে হবে। 

বক্তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, ১০ টাকা কেজিতে ওএমএসের চাল বিক্রি, শহরে পর্যাপ্ত পরিমাণে টিসিবির কার্যক্রম সারা বছর চালু রাখা ও রেশনের দাবি জানান। 

এ ছাড়া ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সরকারি উদ্যোগে ক্রয়কেন্দ্র খোলা, ইউনিয়নে খাদ্যগুদাম ও জেলায় হিমাগার নির্মাণ, কৃষিঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার, বিনা সুদে সহজশর্তে ঋণদান, এনজিও ও মহাজনি ঋণের জুলুম আইন করে নিষিদ্ধ করার দাবি তোলা হয়।

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ