হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীতে ইটভাটায় কয়লার বদলে কাঠ, ৬ লাখ জরিমানা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে অনুমোদনহীন একটি ইটভাটায় কয়লার বদলে কাঠ পোড়ানোর দায়ে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামে শামীম মিয়ার মালিকানাধীন এলএমবি ইটভাটাকে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাসান ই মোবারক। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল। এ ছাড়া কয়লার বদলে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছিল। দুপুরে ওই ইটভাটায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

তিনি আরও বলেন, এর আগে গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়নপুর গ্রামের এমএসএ ও সাবদিন ভগবতীপুর গ্রামের এসএসবি ইটভাটায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু