হোম > সারা দেশ > রংপুর

বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২, আহত ২ 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালী মোড়ের ঢাকা-রংপুর মহাসড়কে বাসচাপায় অটো ভ্যানচালকসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহতেরা হলেন-উপজেলার বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার বাতেন মণ্ডলের ছেলে অটো ভ্যানচালক শাহাজাহান আলী (৫০) ও নিহত ভ্যানযাত্রী নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২২)। 

আহত দুজন হলেন-উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের ছেলে এজাদুল হক (৩৫) ও মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৭)। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল শাহ পরাণ নামের একটি যাত্রীবাহী বাস লালমনিরহাট যাচ্ছিল। পথে সকাল ৬টার দিকে বোয়ালিয়া মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি অটো ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুজন নিহত ও অটো ভ্যানের দুই যাত্রী আহত হয়। এ সময় বাসটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়। 
 
গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার আরিফ হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। আহত দুজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু