গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির (৪০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার নাকাই ইউনিয়নের ডাঙ্গার বিলে এই ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লাশের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে শীতলগ্রাম এলাকার ডাঙ্গার বিলে এক অজ্ঞাত পুরুষ মানুষের লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এই লাশের গায়ে জ্যাকেট পরা অবস্থায় ছিল। তবে নিম্নাঙ্গে কোনো পোশাক ছিল না।