হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

নিহত সবুজ মিয়ার পরিবারের কয়েকজন বংশগতভাবে প্রতিবন্ধী। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের চার দিন পর সবুজ মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রামে একটি পুকুরে মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সবুজ মিয়া ওই গ্ৰামের জহুরুল ইসলামের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানায় স্থানীয়রা।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গত বুধবার বিকেল থেকে সবুজ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে মনিরাম কাজী গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, নিহত সবুজ মিয়ার পরিবারের কয়েকজন বংশগতভাবে প্রতিবন্ধী। এর আগে সবুজ মিয়ার মা আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। আজ সকালে পুকুর থেকে সবুজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু