হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে পাপিয়া হত্যা মামলার ৩ আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্বাসনালি কেটে গৃহবধূ পাপিয়া হত্যা মামলার তিন আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ রোববার দুপুরে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন—পলাশবাড়ী উপজেলার বিরামের ভিটা গ্রামের চান মিয়ার ছেলে রাব্বি মিয়া, রাব্বি মিয়ার ভাই পাপুল মিয়া ও পাপুল মিয়ার স্ত্রী ইসমোতারা বেগম। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাশবাড়ী উপজেলার বিরামের ভিটা গ্রামে রাব্বি মিয়ার সঙ্গে প্রতিবেশী নুরুল হকের জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে গত ১৮ মে সকালে আসামিরা তাঁদের লোকজন নিয়ে নুরুল হকের মেয়ে পাপিয়া বেগমকে আক্রমণ করেন। এ সময় পাপিয়ার গলার শ্বাসনালি কেটে তাঁকে হত্যা করেন হামলাকারীরা। 

এ ঘটনায় নিহতের ভাই আরিফুজ্জামান বাদী হয়ে পলাশবাড়ী থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। গতকাল শনিবার মধ্যরাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার চর কাশিপুর এলাকা থেকে রাব্বি, পাপুল ও ইসমোতারাকে গ্রেপ্তার করা হয়। 

নিহত পাপিয়া বেগম একই এলাকার নুরুল হক মাস্টারের মেয়ে এবং মনোহরপুর গ্রামের রিজু মিয়ার স্ত্রী।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা