হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল গণি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পুরোনো উপজেলা পরিষদ কার্যালয়ের গেটের সামনে থেকে গণিকে গ্রেপ্তার করা হয়।

গণি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের আশরাফ আলীর ছেলে।

জানা গেছে, ওই গৃহবধূ শুক্রবার ধান খেতের আইল দিয়ে স্থানীয় রাস্তার মোড়ের মুদি দোকানে পান কিনতে যাচ্ছিল। এ সময় ওই আইলের ধারে ধান খেতে আওয়ামী লীগ নেতা গণি কাজ করছিল। এক পর্যায় গণি ওই প্রতিবন্ধী গৃহবধূকে জোরপূর্বক পার্শ্ববর্তী ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে। ওই প্রতিবন্ধী গৃহবধূর বড় সতিন আপত্তিকর অবস্থায় তাঁদেরকে দেখে ফেলে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে শনিবার গৃহবধূর স্বামী থানায় মামলা দিলে পুলিশ গণিকে গ্রেপ্তার করা হয়। 

দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল আলম রেজা জানান, এলাকাবাসী ও গৃহবধূর স্বামী বিষয়টি তাঁকে জানিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

থানার সেকেন্ড অফিসার এসআই রাফায়েত মিয়া জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে আব্দুল গণিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবন্ধী গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা করেছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু