হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় তিন কারখানায় নকল শিশুখাদ্য ধ্বংস, দুজনের কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

একটি কারখানার মালিক অঞ্জনা আখতার গর্ভবতী হওয়ায় মানবিক বিবেচনায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধা পৌর শহরের কুটিপাড়ায় তিনটি কারখানায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নকল শিশুখাদ্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে এসব কারখানা থেকে নকল পণ্য জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুটি কারখানার মালিককে ৪ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেন। অপর কারখানার মালিক অঞ্জনা আখতার গর্ভবতী হওয়ায় মানবিক বিবেচনায় তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত দুই মালিক হলেন গাইবান্ধা সদর পৌর শহরের কুটিপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. রঞ্জু মিয়া (৩২) ও হারুন অর রশিদের ছেলে মো. শাকিল মিয়া (৩০)।

অভিযান সূত্রে জানা যায়, কোনো সরকারি অনুমোদন কিংবা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই এসব কারখানায় ঢাকাসহ বিভিন্ন ঠিকানা ব্যবহার করে বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করা হচ্ছিল। কারখানাগুলোতে স্যাকারিন, ঘনচিনি, কেমিক্যালযুক্ত সুগন্ধি (সেন্ট) ও পানি মিশিয়ে ‘ড্রিংকো জুস’, ‘আইস ললি’, ‘তেঁতুল চাটনি’সহ নানা ধরনের নকল শিশু খাদ্য প্রস্তুত করা হতো।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এসব নকল পণ্য উদ্ধার করে। পরে বুধবার (২৮ মে) দুপুরে উদ্ধার করা নকল খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্ত দুই মালিক হলেন গাইবান্ধা সদর পৌর শহরের কুটিপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. রঞ্জু মিয়া ও হারুন অর রশিদের ছেলে মো. শাকিল মিয়া

সরেজমিনে দেখা যায়, অভিযুক্ত শাকিল, রঞ্জু ও অঞ্জনা আখতার তাদের নিজ নিজ বাড়ির গোয়ালঘর ও বসতঘরে এসব পণ্য তৈরি করতেন। অভিযানকালে বিপুল পরিমাণ নকল খাদ্যসামগ্রী উদ্ধার ও ধ্বংস করা হয়। একই সঙ্গে পণ্য উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ এবং কারখানা তিনটি সিলগালা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, ‘মানবস্বাস্থ্যের জন্য, বিশেষ করে শিশুদের জন্য এসব নকল খাদ্যপণ্য অত্যন্ত ক্ষতিকর। এ কারণে সংশ্লিষ্ট কারখানার মালিকদের মোট সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানা তিনটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু