হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৬

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মুগদায় জাকির হোসেন (৪৪) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক এবং মহাখালীতে জিদান (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনা দুটিতে আরও ছয়জন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আজ মঙ্গলবার ভোর সোয়া ৫টায় মুগদা টিটিপাড়ায় এবং গতকাল সোমবার রাত ৩টার দিকে মহাখালী সেতু ভবনের সামনে দুর্ঘটনা দুটি ঘটে। 

মৃত জাকির হোসেনের ছেলে মো. শাকিল হোসেন বলেন, তাঁদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়। খিলগাঁও দক্ষিণ নন্দীপাড়ায় থাকেন। তার বাবা ব্যাটারিচালিত রিকশা চালাতেন। তিনি নিজে একটি কোম্পানিতে চাকরি করেন। শাকিলের স্ত্রী শিরিন গৃহিণী ও ছোট ভাই রায়হান একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। 

শাকিল আরও জানান, ১০-১২ দিন আগে স্ত্রী শিরিন (১৯) এবং ছোট ভাই রায়হানকে (১৩) নিয়ে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সোমবার রাতে সেখান থেকে ঢাকায় ফেরেন। সায়েদাবাদে নামার পর বাবা জাকির হোসেনকে ফোন দিলে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে তাদের এগিয়ে আনতে যান। রিকশায় করে ফেরার পথে মুগদার টিটিপাড়ায় উল্টো দিক থেকে আসা একটি বড় কাভার্ড ভ্যানের সঙ্গে রিকশাটির সংঘর্ষ হয়। এতে চারজনই আহত হয়। পথচারীরা সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁর বাবাকে মঙ্গলবার ভোর ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে মুগদা থেকে চারজনকে আহত অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জাকির নামে একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে দুজন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

এদিকে, মহাখালীর দুর্ঘটনায় আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজি অটোরিকশাচালক মো. মোশারফ হোসেন জানান, সোমবার রাত ৩টার দিকে মহাখালী সেতু ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি মানুষের জটলা দেখতে পান। এগিয়ে গেলে জানতে পারেন, পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত চিরজনকে সেখান থেকে উদ্ধার করে তিনি ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর জিদান নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বনানী থানার উপপরিদর্শক (এসআই) ইফতেখার মাহমুদ জানান, নিহত জিদান মোটরসাইকেল আরোহী। তিনি পেশার ব্যবসায়ী। থাকতেন ঢাকার কেরানীগঞ্জে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আরমান (২০), পিকআপভ্যানের চালক বাবুল (৩৫) ও হেলপার রাসেল (২৬) আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন