হোম > সারা দেশ > ঢাকা

‘মায়ের ডাকের’ সমাবেশে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলোর সদস্যদের নিয়ে গঠিত মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাকের’ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এ সময় মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মায়ের ডাকের কর্মসূচি ছিল। সকাল ১১টা ১০ মিনিটে বাধার মুখে পড়েন তাঁরা। 

সকাল থেকেই সমাবেশস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। সকাল ১১টা ৩ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। সমাবেশে সূচনা বক্তব্য রাখেন ৫ বছর আগে গুম হওয়া মিরপুরের কাঠ ব্যবসায়ী বাতেনের মেয়ে আনিসা ইসলাম ইনসি। 

তিনি বলেন, ‘গত ৫ বছর থেকে আমার একটি নতুন পরিচয় হয়েছে। আমি একজন গুম হওয়া বাবার সন্তান। এই পরিচয়টা বহন করতে হচ্ছে ৫ বছর ধরে। এই যে আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সামনে পোশাক পরে দাঁড়িয়ে আছেন। আপনারা কি আমাদের ভয় পাচ্ছেন? আপনারা লাঠি নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা কি আমাদের মারবেন? মারবেন আমাদের, তাহলে আমার বাবার সঙ্গে আমাদেরও গুম করে দিতেন। পাঁচ বছর আগে মিরপুরের মাজার রোড এলাকায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার বাবাকে গুম করা হয়েছে।’

এরপর আর বেশিক্ষণ কথা বলতে পারেননি ইনসি। উপস্থিত পুলিশ সদস্যরা কথা বলতে বাধা দেন এবং ইনসির হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। সেই সময় সমাবেশে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি সালমান ফারশির নেতৃত্বে উপস্থিত কয়েকজন পুলিশ সদস্য তাদের বাধা দেন। পরে পুলিশি বাধার মুখে সমাবেশে অংশগ্রহণকারী প্রেসক্লাবের দিকে চলে যান। প্রেসক্লাবে পুনরায় সমাবেশ শুরু হয়েছে। 

এ বিষয়ে রমনা জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আক্তারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওরা তো এখানে দাঁড়াতেই পারবে না। ওরা অনধিকার চর্চা করেছে।

প্রোগ্রাম করতে না দেওয়া প্রসঙ্গে মো. আক্তারুল ইসলাম বলেন, ‘এই প্রোগ্রামের জন্য তারা কোনো অনুমতি নেয়নি। তাই এখানে তাদের প্রোগ্রাম করতে নিষেধ করা হয়। তখন তারা আমাদের বলেন, তাহলে আমরা প্রেসক্লাবে গিয়ে প্রোগ্রাম করব। তারপর তারা প্রেসক্লাবে চলে যায়।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’