নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে আন্দোলনকারীরা সাভার বাসস্ট্যান্ডের আশপাশের এলাকা ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার মোড় ও রেডিওকলোনিতে অবস্থান নিয়ে রয়েছে।
রাত ৯টার দিকে পাকিজার মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। রাত ১০টার দিকে আন্দোলনকারীরা পাকিজার মোড়ে একটি বাসে আগুন দেয়। বাসটি আশুলিয়া থেকে ঢাকা যাচ্ছিলো।
সাভার ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘আশুলিয়ার বিভিন্ন কারখানার কর্মকর্তাদের নিয়ে বাসটি ঢাকা ফিরছিলো। পাকিজার সামনে আন্দোলনকারীরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার পরেও আগুন নেভাতে কোনো গাড়ি পাঠানো যায়নি।’