হোম > সারা দেশ > মাদারীপুর

দুই দফা পেছানো হলো গোলাম রাব্বানীর বিরুদ্ধে অভিযোগের আদেশ

মাদারীপুর প্রতিনিধি

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের আদেশের শুনানি দুই দফা পেছানো হলো। গতকাল রোববার বাদীকে অভিযোগের বিষয়ে প্রমাণসহ সশরীরে হাজিরের নির্দেশ দেন আদালত। বাদী প্রামাণসহ উপস্থিত থাকলেও ওই দিন কোনো আদেশ দেননি আদালত। 

আজ সোমবার সকাল ১১টার দিকে মাদারীপুর আদালতের বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু নিশ্চিত করেছেন। 

এর আগে ২৯ ডিসেম্বর হামলা আর লুটপাটের অভিযোগে গোলাম রাব্বানীর বিরুদ্ধে মাদারীপুর আদালতে অভিযোগ দায়ের করা হয়। এ অভিযোগটি করেন রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামের এক ব্যক্তি। অভিযোগটি গ্রহণ করেন মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আল মামুন। পরে অভিযোগের বিষয়ে আদেশের দিন ধার্য করেন ৫ জানুয়ারি। সেদিন পুনরায় ৯ জানুয়ারি আদেশ দেওয়ার দিন ধার্য থাকলেও কোনো আদেশ দেওয়া হয়নি। 

আদালতে দায়ের করা এজাহার থেকে জানা যায়, গেল ২৬ ডিসেম্বর গোলাম রাব্বানী ও তাঁর সংঘবদ্ধ দলবল নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাড়ির লোকজনকে পিটিয়ে আহত করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান। ফলে বাদীর আর্থিক ও শারীরিক ক্ষতি হয়েছে। এতে গোলাম রাব্বানীকে প্রধান আসামি করে আরও ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। 

এ ব্যাপারে বাদী আব্দুল গণি মাতুব্বর বলেন, ‘পর পর দুই দফা অভিযোগের বিষয় শুনানি থাকলেও আদালত কোনো আদেশ দেয়নি। কবে দেবেন সেটাও পরিষ্কার জানতে পারিনি। আমি ন্যায় বিচারের আশায় আদালতে অভিযোগ দিয়ে হয়রানির শিকার হচ্ছি। বিবাদীপক্ষ প্রভাবশালী হওয়ায় অভিযোগটি আমলে নেওয়া নিয়ে শঙ্কিত। তারপরেও দেখি কি দাঁড়ায়।’ 

আদালতে অভিযোগের বিষয় গোলাম রাব্বানী বলেন, ‘একটি প্রভাবশালী মহল আমার ইমেজকে হেয় করার জন্য উঠে-পড়ে লেগেছে। আমি কারও স্বর্ণালংকার চুরি করতে পারি, সেটা পাগলেও বিশ্বাস করবে না। আমি পজিটিভ বাংলাদেশ নামে একটি সোশ্যাল মুভমেন্ট করে থাকি। সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কতিপয় ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছে। আমি আদালতের কাছে ন্যায় বিচার আশা করব।’ 

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে গোলাম রব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাব্বানী গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ছুড়ি গিয়ে কোপ দেন। এতে রাব্বানীর ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। এ ঘটনায় রাজৈর থানায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। এতে মোশারফ মোল্লার ছেলেসহ দুজন গ্রেপ্তার হয়ে জেল-হাজতে রয়েছেন। আর অব্দুল গণি মাতুব্বর মোশারফ মোল্লার কর্মী ও সমর্থক। এ ছাড়া তাঁর মামলায় এক নম্বর সাক্ষী মোশারফ মোল্লা। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট