হোম > সারা দেশ > ঢাকা

বিমান থেকে ৬ কোটি টাকার স্বর্ণসহ নারী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিবেদক

এমিরেটস এয়ারলাইনসের একটি বিমান থেকে ৬ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ রেখা পারভীন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম। 

গতকাল মঙ্গলবার রাত ১১টায় দুবাই থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। 

ফারহানা বেগম জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটের যাত্রী রেখা পারভীনকে বিমানেই শনাক্ত করে আটক করা হয়। তিনি বিমানের ২৮কে সিটে থাকা অবস্থায় তাঁর সঙ্গে থাকা সাদা হ্যান্ডব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তা ফারহানা বেগম বলেন, ‘জব্দকৃত কালো কাপড়ে মোড়ানো বারগুলো গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। পরে গণনা করে ৬৯টি স্বর্ণের বার, ১টি স্বর্ণের চেইন পাওয়া যায়। পরে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৬টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়।’ 

তিনি বলেন, ‘জব্দকৃত এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকারের মোট ওজন ৮ কেজি ২১৭ গ্রাম। জব্দকৃত এসব স্বর্ণের বাজার মূল্য ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা।’ 

এ ঘটনায় স্বর্ণ চোরাচালানের অপরাধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ফারহানা বেগম।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট