হোম > সারা দেশ > ঢাকা

বিমান থেকে ৬ কোটি টাকার স্বর্ণসহ নারী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিবেদক

এমিরেটস এয়ারলাইনসের একটি বিমান থেকে ৬ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ রেখা পারভীন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম। 

গতকাল মঙ্গলবার রাত ১১টায় দুবাই থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। 

ফারহানা বেগম জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটের যাত্রী রেখা পারভীনকে বিমানেই শনাক্ত করে আটক করা হয়। তিনি বিমানের ২৮কে সিটে থাকা অবস্থায় তাঁর সঙ্গে থাকা সাদা হ্যান্ডব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তা ফারহানা বেগম বলেন, ‘জব্দকৃত কালো কাপড়ে মোড়ানো বারগুলো গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। পরে গণনা করে ৬৯টি স্বর্ণের বার, ১টি স্বর্ণের চেইন পাওয়া যায়। পরে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৬টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়।’ 

তিনি বলেন, ‘জব্দকৃত এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকারের মোট ওজন ৮ কেজি ২১৭ গ্রাম। জব্দকৃত এসব স্বর্ণের বাজার মূল্য ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা।’ 

এ ঘটনায় স্বর্ণ চোরাচালানের অপরাধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ফারহানা বেগম।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন