হোম > সারা দেশ > ঢাকা

বিমান থেকে ৬ কোটি টাকার স্বর্ণসহ নারী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিবেদক

এমিরেটস এয়ারলাইনসের একটি বিমান থেকে ৬ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ রেখা পারভীন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম। 

গতকাল মঙ্গলবার রাত ১১টায় দুবাই থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। 

ফারহানা বেগম জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটের যাত্রী রেখা পারভীনকে বিমানেই শনাক্ত করে আটক করা হয়। তিনি বিমানের ২৮কে সিটে থাকা অবস্থায় তাঁর সঙ্গে থাকা সাদা হ্যান্ডব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তা ফারহানা বেগম বলেন, ‘জব্দকৃত কালো কাপড়ে মোড়ানো বারগুলো গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। পরে গণনা করে ৬৯টি স্বর্ণের বার, ১টি স্বর্ণের চেইন পাওয়া যায়। পরে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৬টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়।’ 

তিনি বলেন, ‘জব্দকৃত এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকারের মোট ওজন ৮ কেজি ২১৭ গ্রাম। জব্দকৃত এসব স্বর্ণের বাজার মূল্য ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা।’ 

এ ঘটনায় স্বর্ণ চোরাচালানের অপরাধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ফারহানা বেগম।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু