হোম > সারা দেশ > ঢাকা

বিমান থেকে ৬ কোটি টাকার স্বর্ণসহ নারী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিবেদক

এমিরেটস এয়ারলাইনসের একটি বিমান থেকে ৬ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ রেখা পারভীন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম। 

গতকাল মঙ্গলবার রাত ১১টায় দুবাই থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। 

ফারহানা বেগম জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটের যাত্রী রেখা পারভীনকে বিমানেই শনাক্ত করে আটক করা হয়। তিনি বিমানের ২৮কে সিটে থাকা অবস্থায় তাঁর সঙ্গে থাকা সাদা হ্যান্ডব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তা ফারহানা বেগম বলেন, ‘জব্দকৃত কালো কাপড়ে মোড়ানো বারগুলো গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। পরে গণনা করে ৬৯টি স্বর্ণের বার, ১টি স্বর্ণের চেইন পাওয়া যায়। পরে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৬টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়।’ 

তিনি বলেন, ‘জব্দকৃত এসব স্বর্ণের বার ও স্বর্ণালংকারের মোট ওজন ৮ কেজি ২১৭ গ্রাম। জব্দকৃত এসব স্বর্ণের বাজার মূল্য ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা।’ 

এ ঘটনায় স্বর্ণ চোরাচালানের অপরাধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ফারহানা বেগম।

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়ে তাঁরই পদত্যাগ চাইলেন সাদিক কায়েম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

শাহজাহানপুরে লিফট মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে কর্মীর মৃত্যু