হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় উজালা আক্তার (২৮) নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী শিবলুকে (৩৬) আটক করা হয়েছে। বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে আজ বৃহস্পতিবার সকালে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তরপর তাঁর স্বামী শিবলুকে আটক করে সাটুরিয়া থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস। 

নিহত উজালা আক্তার ঢাকা জেলার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের সানোড়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে। আটক শিবলু সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামের রহিম বাদশার ছেলে। 

নিহত উজালা স্বামীর বাড়ি থেকে ধামরাইয়ের সনুটেক্স গার্মেন্টসে চাকরি করতেন। শিবলু পেশায় অটোভ্যানচালক। ১৩ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে উজালা আক্তারের সঙ্গে তাঁর স্বামী শিবলুর প্রায়ই ঝগড়া হতো। গতকাল বুধবার মাঝরাতে উজালার চিৎকারে আশপাশের লোকজন ওই বাড়িতে যান। তখন তাঁরা উজালার রক্তাক্ত মরদেহ আবিষ্কার করেন। স্বামী পলাতক ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁরা সাটুরিয়া থানার পুলিশকে খবর দিলে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। 

নিহতের মা আনোয়ারা বেগম বলেন, ‘মেয়ের জামাই শিবলু ও ওর মা-বাবা আমার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে। এর আগেও আমার মেয়েকে হত্যা করার উদ্দেশ্যে মারপিট করেছিল। স্থানীয় মেম্বার ও মাতব্বরেরা ওই ঘটনা মীমাংসা করে। পরে আমার মেয়েকে এনে ওরা পিটিয়ে হত্যা করল। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’ 

এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্বামীকে বৃহস্পতিবার সকালে আটক করা হয়েছে। একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন