হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় প্রেসক্লাবের সামনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় হাইকোর্ট মোড়ের কদম ফোয়ারার সামনে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার পরে ওই এলাকায় পুলিশ, র‍্যাবের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও ঘটনার সময় গুরুত্বপূর্ণ এই চত্বরে ছিল না তারা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বাসচালক মুজিবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পুরানা পল্টন মোড় থেকে ৪ থেকে ৫ জন যুবক বাসে ওঠেন। তারপর তাঁরা প্রেসক্লাবের সামনে এসে নেমে যান। তাঁরা নেমে যাওয়ার পর যাত্রীরা আমাকে বলেন ওরা (যুবকেরা) বাসে কোনো পাউডার রেখে গিয়েছে। এ সময় যাত্রীরা আমাকে নেমে যেতে বলে দ্রুত নেমে যাই। তারপরই বাসে আগুন লেগে যায়। কদম ফোয়ারার সামনে এসেই বাসে সম্পূর্ণ আগুন লেগে যায়।’

এ সময় বাসে আনুমানিক ১৮ থেকে ২০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বাসচালক মুজিবর রহমান। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কদম ফোয়ারা মোড়ে দায়িত্বরত পুলিশের এএসআই শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে ছিলাম না। প্রেসক্লাবের সামনে থেকে বাসে ধোঁয়া উড়তে উড়তে এদিকে এসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। শাহবাগ থানা থেকে এসে বাস নিয়ে যাওয়া হয়েছে।’

বাসে অগ্নিসংযোগের পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসের পাশাপাশি শাহবাগ থানা-পুলিশ বাসচালক, হেলপার ও হাইকোর্ট এলাকার ভাসমান এক যুবককে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট