হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় প্রেসক্লাবের সামনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় হাইকোর্ট মোড়ের কদম ফোয়ারার সামনে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার পরে ওই এলাকায় পুলিশ, র‍্যাবের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও ঘটনার সময় গুরুত্বপূর্ণ এই চত্বরে ছিল না তারা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বাসচালক মুজিবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পুরানা পল্টন মোড় থেকে ৪ থেকে ৫ জন যুবক বাসে ওঠেন। তারপর তাঁরা প্রেসক্লাবের সামনে এসে নেমে যান। তাঁরা নেমে যাওয়ার পর যাত্রীরা আমাকে বলেন ওরা (যুবকেরা) বাসে কোনো পাউডার রেখে গিয়েছে। এ সময় যাত্রীরা আমাকে নেমে যেতে বলে দ্রুত নেমে যাই। তারপরই বাসে আগুন লেগে যায়। কদম ফোয়ারার সামনে এসেই বাসে সম্পূর্ণ আগুন লেগে যায়।’

এ সময় বাসে আনুমানিক ১৮ থেকে ২০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বাসচালক মুজিবর রহমান। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কদম ফোয়ারা মোড়ে দায়িত্বরত পুলিশের এএসআই শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে ছিলাম না। প্রেসক্লাবের সামনে থেকে বাসে ধোঁয়া উড়তে উড়তে এদিকে এসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। শাহবাগ থানা থেকে এসে বাস নিয়ে যাওয়া হয়েছে।’

বাসে অগ্নিসংযোগের পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসের পাশাপাশি শাহবাগ থানা-পুলিশ বাসচালক, হেলপার ও হাইকোর্ট এলাকার ভাসমান এক যুবককে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস