হোম > সারা দেশ > ঢাকা

নগর ভবন অবরুদ্ধ, বন্ধ সব কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাক হোসেনের সমর্থকদের নগর ভবন ব্লকেড কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে চলছে ‘নগর ভবন ব্লকেড’। অবরুদ্ধ নগর ভবনে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম এবং নাগরিক সেবা বন্ধ রয়েছে।

আজ সোমবার সকাল ১১টা থেকে শুরু হয় এই ব্লকেড কর্মসূচি। পূর্বঘোষিত এই কর্মসূচিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে অংশ নিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা।

আজ সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনের সড়কে আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা যায়। এক পর্যায়ে সড়কে বসে স্লোগান দিতে থাকেন তাঁরা। এতে নগর ভবন ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হতে থাকে।

নগর ভবন অবরুদ্ধ করায় গত শনিবার থেকে টানা বন্ধ রয়েছে সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম। নাগরিক সেবাও ব্যাহত রয়েছে। অনেক সেবাপ্রার্থী এসে ফিরে যাচ্ছেন খালি হাতে।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে ‘দফা এক দাবি এক, আসিফ মাহমুদের পদত্যাগ’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও তাঁরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘আমাদের দাবি মানতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গতকাল রোববার বিক্ষোভকারীরা এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন ৷ তাঁরা বলেন, নগর ভবনের সব কার্যক্রম বন্ধ রাখতে আজ সোমবার তাঁরা নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করবেন। তাঁরা আরও বলেন, মেয়র ছাড়া নগর ভবনের কোনো কার্যক্রম চলবে না। ইশরাককে শপথ দেওয়ার আগ পর্যন্ত নগর ভবনের একটি তালাও খুলবে না।

ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে এই আন্দোলন গত বুধবার থেকে চলছে। আন্দোলনকারীরা তাঁদের দাবি আদায় করতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ