হোম > সারা দেশ > ঢাকা

হত্যা করে স্ত্রীর পরিবারকে নিজেই জানালেন স্বামী

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বৃষ্টি আক্তার (২৫) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। স্বামী নিজেই ফোনে স্ত্রীর পরিবারকে মৃত্যুর ঘটনা জানান। ঘটনার পর থেকে স্বামী আরশাদুল ইসলাম (২৮) পলাতক। এ ঘটনায় আরশাদুল ইসলামের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজ শনিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকার তাইজুউদ্দিন সরকারের মালিকানাধীন টিনশেড বাড়ির একটি ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। স্বামী-স্ত্রী দুজনই আশুলিয়ার কাঠগড়া এলাকার টেক্সটাউন পোশাক কারখানায় চাকরি করতেন।

পলাতক স্বামী আরশাদুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ফেরি নারায়ণপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। বৃষ্টি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামের আবুল কাশেমের মেয়ে। 

পুলিশ জানায়, বৃষ্টির স্বজন ও স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। নিহত ব্যক্তির শরীর ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃষ্টির মামা মোস্তাফিজুর রহমান রতন বলেন, গতকাল আরশাদুল বৃষ্টির খালা আসমা বেগমকে ফোনে জানান, বৃষ্টি অসুস্থ হয়ে মারা গেছেন। তাঁকে নিতে আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকায় আসতে বলে ফোন কেটে দিয়ে বন্ধ করেন দেন। পরে তাঁরা অনেক খোঁজাখুঁজির পর তাঁদের এই ঠিকানার সন্ধান পান। পরে তাঁরা জানতে পারেন বৃষ্টিকে হত্যা করেছেন তাঁর স্বামী আরশাদুল। এ ঘটনার আগেও আরশাদুলের মা এবং ফুফু বৃষ্টির বোনকে ফোন করে তাঁর খোঁজ নেওয়ার কথা জানিয়েছিলেন। 

মোস্তাফিজুর আরও বলেন, ‘বৃষ্টির এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে বর্তমান স্বামী তাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। আবার আরশাদুল পরকীয়ায় জড়িয়ে পড়লে এতে প্রতিবাদ করে বৃষ্টি। এসব ক্ষোভ থেকে বৃষ্টিকে হত্যা করেছে সে।’

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. তানিম হোসেন বলেন, ‘মরদেহ বিছানার ওপর পেয়েছি। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী তাঁকে হত্যা করে পালিয়েছে। নিহত ব্যক্তির পরিবার থানায় এসেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরশাদুলকে খুঁজে বের করতে অভিযান শুরু হবে দ্রুতই।’ 

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন