হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে শিক্ষকের বোরকা নিয়ে ‘কটূক্তি’, ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি 

জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির পোশাক নিয়ে ছাত্রদল নেতার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় চার দফা দাবি জানিয়ে সেখানে বিক্ষোভ করেন তাঁরা।

এ সময় শিক্ষার্থীদের ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করো, করতে হবে’, ‘বোরকা নিয়ে কটূক্তি, মানি না, মানব না’, ‘নবীনের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘বয়কট, বয়কট, নবীন চাচ্চু বয়কট’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো—ছাত্রদল নেতা নবীনকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে; ছাত্রদলের কমিটি থেকে তাঁকে বাদ দিতে হবে; ধর্মীয় পোশাক নিয়ে কেউ কটূক্তি করলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে, হোক সে শিক্ষক কিংবা শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নিয়ে কটূক্তির অপরাধে নবীনের একাডেমিক সনদ বাতিল করতে হবে।

অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ বনী আমিন ফকির বলেন, ‘ইসলামবিদ্বেষ আমাদের এই সিস্টেমের কাঠামোগত বিষয়। আমরা এ রকম ঘটনা আগেও দেখেছি। আমাদের পক্ষ থেকে যে চার দফা দাবি জানানো হয়েছে, প্রশাসন যদি সে অনুযায়ী পদক্ষেপ না নেয়, তাহলে আমরা শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব।’

জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

কর্মসূচিতে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিগুলো জানানো হয়েছে, সেই দাবিগুলো যৌক্তিক। আমি শিক্ষার্থীদের দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করব।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন