হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশ বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কোটি ২৪ লাখ টাকা মূল্যের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার বিমানবন্দরে আগত বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটের আকাশবীণা উড়োজাহাজ থেকে এসব উদ্ধার করা হয়। 

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৮ ফ্লাইটের ওয়াশ রুম থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।’ 

এই কর্মকর্তা আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে বিমানবন্দরে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৮ ফ্লাইটের আকাশবীণা বিমানে স্বর্ণ চোরাচালান হবে এমন তথ্য পাওয়া যায়। পরে প্রথমে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। তারপর আকাশবীণা বিমানে প্রবেশ করে ওয়াশ রুম থেকে বিশেষভাবে সুকৌশলে লুকায়িত অবস্থায় ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

ডিসি আহমেদুর রেজা চৌধুরী বলেন, এ ঘটনায় শুল্ক আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট