হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশ বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কোটি ২৪ লাখ টাকা মূল্যের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার বিমানবন্দরে আগত বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটের আকাশবীণা উড়োজাহাজ থেকে এসব উদ্ধার করা হয়। 

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৮ ফ্লাইটের ওয়াশ রুম থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।’ 

এই কর্মকর্তা আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে বিমানবন্দরে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৮ ফ্লাইটের আকাশবীণা বিমানে স্বর্ণ চোরাচালান হবে এমন তথ্য পাওয়া যায়। পরে প্রথমে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। তারপর আকাশবীণা বিমানে প্রবেশ করে ওয়াশ রুম থেকে বিশেষভাবে সুকৌশলে লুকায়িত অবস্থায় ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

ডিসি আহমেদুর রেজা চৌধুরী বলেন, এ ঘটনায় শুল্ক আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা