হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কোটি ২৪ লাখ টাকা মূল্যের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার বিমানবন্দরে আগত বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটের আকাশবীণা উড়োজাহাজ থেকে এসব উদ্ধার করা হয়।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৮ ফ্লাইটের ওয়াশ রুম থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।’
ডিসি আহমেদুর রেজা চৌধুরী বলেন, এ ঘটনায় শুল্ক আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।