হোম > সারা দেশ > ঢাকা

ভাটারায় নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ভাটারা সোলমাইদ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রাজু ভুইয়া (২৮)। আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ভাটারা সোলমাইদ বসুমতি আনছার ক্যাম্প গেটের পাশে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে রাজুর সহকর্মী মো. আফসার উদ্দিন বলেন, সোলমাইদ আনছার ক্যাম্পের গেটের পাশে মায়ের দোয়া লামিয়া রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করত রাজু। সকালে রেস্টুরেন্টের সামনে ইফতার বানানোর কাজ করছিল। এ সময় রাস্তার বিপরীত পাশের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে লোহার পাইপ রাস্তায় পড়ে ছিটকে এসে রাজুর পেটের বাম পাশ দিয়ে ঢুকে যায়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়।

হাসপাতালে মৃত রাজুর ছোট ভাই মো. হাসান বলেন, তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার গোবিন্দা গ্রামে। বাবার নাম শাহাবুউদ্দীন ভুইয়া। বর্তমানে ভাটারা সোলমাইদ এলাকায় একটি মেসে থাকত। দীর্ঘদিন ধরে রাজু ওই রেস্টুরেন্টে কাজ করে আসছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ভাটারা থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মীরা বলেন, নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার পাইপ পড়ে পেটে ঢুকে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা-পুলিশকে জানানো হয়েছে।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক