হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগ থানার সামনেই ককটেল-সদৃশ বস্তু, উদ্ধারের পর নিষ্ক্রিয় করল ডিসপোজাল ইউনিট

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থিত জাতীয় জাদুঘরসংলগ্ন ফুটওভারব্রিজের নিচ থেকে লাল স্কচটেপ মোড়ানো কয়েকটি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। 

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক সানারুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে শাহবাগ থানার অদূরেই কয়েকটি ককটেল পাওয়া যায়। পরে বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করেছে।
 
এর আগে গতকাল সোমবার মধ্যরাতে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুরান ঢাকার ২২২ নম্বর নবাবপুর রোডের একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। ওই বাড়িতে অভিযান শেষে লাল-কালো স্কচটেপ মোড়ানো ছয়টি ককটেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব-৩-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নবাবপুর রোডের একটি নির্মাণাধীন বাড়ির পরিত্যক্ত জায়গায় বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। সেখানে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার আগেই তারা পালিয়ে যায়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট