হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগ থানার সামনেই ককটেল-সদৃশ বস্তু, উদ্ধারের পর নিষ্ক্রিয় করল ডিসপোজাল ইউনিট

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থিত জাতীয় জাদুঘরসংলগ্ন ফুটওভারব্রিজের নিচ থেকে লাল স্কচটেপ মোড়ানো কয়েকটি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। 

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক সানারুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে শাহবাগ থানার অদূরেই কয়েকটি ককটেল পাওয়া যায়। পরে বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করেছে।
 
এর আগে গতকাল সোমবার মধ্যরাতে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুরান ঢাকার ২২২ নম্বর নবাবপুর রোডের একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। ওই বাড়িতে অভিযান শেষে লাল-কালো স্কচটেপ মোড়ানো ছয়টি ককটেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব-৩-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নবাবপুর রোডের একটি নির্মাণাধীন বাড়ির পরিত্যক্ত জায়গায় বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। সেখানে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার আগেই তারা পালিয়ে যায়।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা