হোম > সারা দেশ > নরসিংদী

‘ছোটবেলার’ স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে ছোটবেলার স্বপ্ন পূরণ করলেন এক ইতালিপ্রবাসী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার শুকুন্দী ইউনিয়নের বালিয়াকান্দা গ্রাম থেকে গিয়ে একই উপজেলার চকমাদবদী গ্রামে এ বিয়ে সম্পন্ন হয়। 

বর হিসেবে ছিলেন শুকুন্দী ইউনিয়নের বালিয়াকান্দা গ্রামের ইদ্রিস আলী ফকিরের ছেলে কাউছার আহমেদ এবং কনে চকমাদবদী গ্রামের ব্যবসায়ী তাজউদ্দিন আহমেদের মেয়ে তাসনিয়া। 

এদিকে মফস্বলে হেলিকপ্টারে চড়ে বিয়েকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। হেলিকপ্টার দেখতে বর এবং কনের বাড়িতে হাজারো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। 

বরের বাবা ইদ্রিস আলী ফকির জানান, ছেলের শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করবে। সেই শখ পূরণ করতেই এক লাখ ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে হেলিকপ্টারে বিয়ের আয়োজন করা হয়।  হেলিকপ্টারে সহযাত্রী হিসেবে বরের বাবা ইদ্রিস আলী ফকির এবং তার ছোট ভাইও ছিলেন। 

বরের সঙ্গে হেলিকপ্টার যাত্রী তাঁর ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, হেলিকপ্টারে চড়ে ভাইয়ের সঙ্গী হয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ব্যতিক্রম এক অভিজ্ঞতা অর্জন করেছি।  

বরযাত্রী মাদ্রাসা শিক্ষক আবুল হোসেন বলেন, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা তাঁর এলাকায় এটিই প্রথম।  আমার জানামতে এই এলাকায় হেলিকপ্টারে চড়ে এর আগে আর কোনো বিয়ের ঘটনা ঘটেনি। 

বর ইতালিপ্রবাসী কাউসার আহমেদ বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার। সেই স্বপ্ন আজ পূরণ হলো।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট