হোম > সারা দেশ > নরসিংদী

‘ছোটবেলার’ স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে ছোটবেলার স্বপ্ন পূরণ করলেন এক ইতালিপ্রবাসী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার শুকুন্দী ইউনিয়নের বালিয়াকান্দা গ্রাম থেকে গিয়ে একই উপজেলার চকমাদবদী গ্রামে এ বিয়ে সম্পন্ন হয়। 

বর হিসেবে ছিলেন শুকুন্দী ইউনিয়নের বালিয়াকান্দা গ্রামের ইদ্রিস আলী ফকিরের ছেলে কাউছার আহমেদ এবং কনে চকমাদবদী গ্রামের ব্যবসায়ী তাজউদ্দিন আহমেদের মেয়ে তাসনিয়া। 

এদিকে মফস্বলে হেলিকপ্টারে চড়ে বিয়েকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। হেলিকপ্টার দেখতে বর এবং কনের বাড়িতে হাজারো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। 

বরের বাবা ইদ্রিস আলী ফকির জানান, ছেলের শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করবে। সেই শখ পূরণ করতেই এক লাখ ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে হেলিকপ্টারে বিয়ের আয়োজন করা হয়।  হেলিকপ্টারে সহযাত্রী হিসেবে বরের বাবা ইদ্রিস আলী ফকির এবং তার ছোট ভাইও ছিলেন। 

বরের সঙ্গে হেলিকপ্টার যাত্রী তাঁর ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, হেলিকপ্টারে চড়ে ভাইয়ের সঙ্গী হয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ব্যতিক্রম এক অভিজ্ঞতা অর্জন করেছি।  

বরযাত্রী মাদ্রাসা শিক্ষক আবুল হোসেন বলেন, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা তাঁর এলাকায় এটিই প্রথম।  আমার জানামতে এই এলাকায় হেলিকপ্টারে চড়ে এর আগে আর কোনো বিয়ের ঘটনা ঘটেনি। 

বর ইতালিপ্রবাসী কাউসার আহমেদ বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার। সেই স্বপ্ন আজ পূরণ হলো।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির