হোম > সারা দেশ > ঢাকা

‘অপরাধীরা বেশি সুযোগ নিতে পারছে না’, গুলিবিদ্ধ ডিবি সদস্যদের দেখতে ঢামেকে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢামেক প্রতিবেদক

উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

‘মাদক নিয়ন্ত্রণে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। ফকিরাপুলে ঝুঁকি নিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে। পুলিশ সাহসিকতার কাজ করছে।’ আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টার দিকে ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে আহত দুই পুলিশ সদস্যকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘আহত পুলিশ সদস্যদের দেখলাম। আল্লাহর রহমতে তারা ভালো আছে। এক কনস্টেবলের পায়ে ও এএসআইয়ের পেটে গুলিবিদ্ধ হয়েছে। কনস্টেবলের পায়ের গুলি রাতেই রিমুভ করা হয়েছে। তিনি সুস্থ আছেন। তাঁকে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আরেক জনের পেটের গুলি ৪৮ ঘণ্টার পর অস্ত্রোপচার করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ হালকা অস্ত্র নিয়ে কাজ করছে না। যে পরিমাণ অস্ত্র দরকার সেই পরিমাণ অস্ত্র নিয়ে কাজ করছে। সন্ত্রাসীরা কোনো ভারী অস্ত্র ইউজ করে নাই, পিস্তল ইউজ করছে। ভবিষ্যতে করলে আমরাও ভবিষ্যতের চিন্তা করব।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল রাতে ফকিরাপুলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা একটি গাড়ির গতিরোধ করে। ওই গাড়িতে থাকা মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় প্রায় ৫০০ থেকে ৬০০ গজ দূরে গিয়ে পুলিশের ওপর গুলি ছোড়ে। সেই গুলিতে আহত হন দুই পুলিশ সদস্য। তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।’

অপরাধীরা কি খুব বেশি সুযোগ নিচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অপরাধীরা বেশি সুযোগ নিতে পারছে না, এইজন্য যে আমরা চারজনের ভেতরে তিনজনকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি।’

উপদেষ্টা আরও বলেন, ‘বাকি আসামিদের ধরার চেষ্টা করছি। পুলিশ সাহসিকতার কাজ করেছে। নিজেদের জীবন বাজি রেখে মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ সময় ৯ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।’

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি