হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও ভূঁইয়াপাড়ার একটি বাসায় বাবা মায়ের সঙ্গে অভিমান করে হিরা মনি (২০) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। 

হিরা মনিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 

তরুণীর মা মজিদা বেগম জানান, তাঁদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তেতুলিয়া গ্রামে। ছয় মাস আগে প্রেমের সম্পর্কে সে বিয়ে করেছিল হিরা। পরে দুই পরিবার মিলে তাদের বিবাহ বিচ্ছেদ করানো হয়। এরপর থেকে বাবা মায়ের সঙ্গেই থাকত সে। এক ভাই এক বোনের মধ্যে হিরা ছিল বড়। 

মজিদা বেগম আরও জানান, হিরার বাবা সিনজি অটোরিকশা চালায়। সে নিজে বাসা বাড়িতে কাজ করে। বিকেলে তিনি বাসায় ফিরে হিরাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পায় না। পরে বাথরুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায় হিরা। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বলেন, হিরার বাবা হিরু মিয়া বাড়ি ভাড়ার পাঁচ হাজার টাকা তার কাছে জমা রেখেছিল। আজ বাড়ি ভাড়া দেওয়ার কথা। হিরার কাছে সেই টাকা চাইলে সে জানায়, সেই টাকা থেকে এক হাজার টাকা সে তার এক বান্ধবীকে ধার দিয়েছে। এ নিয়ে বাবা-মা তাকে বকাঝকা করে। এ বিষয় নিয়ে অভিমানে সে গলায় ফাঁস দেয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির