হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও ভূঁইয়াপাড়ার একটি বাসায় বাবা মায়ের সঙ্গে অভিমান করে হিরা মনি (২০) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। 

হিরা মনিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 

তরুণীর মা মজিদা বেগম জানান, তাঁদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তেতুলিয়া গ্রামে। ছয় মাস আগে প্রেমের সম্পর্কে সে বিয়ে করেছিল হিরা। পরে দুই পরিবার মিলে তাদের বিবাহ বিচ্ছেদ করানো হয়। এরপর থেকে বাবা মায়ের সঙ্গেই থাকত সে। এক ভাই এক বোনের মধ্যে হিরা ছিল বড়। 

মজিদা বেগম আরও জানান, হিরার বাবা সিনজি অটোরিকশা চালায়। সে নিজে বাসা বাড়িতে কাজ করে। বিকেলে তিনি বাসায় ফিরে হিরাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পায় না। পরে বাথরুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায় হিরা। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বলেন, হিরার বাবা হিরু মিয়া বাড়ি ভাড়ার পাঁচ হাজার টাকা তার কাছে জমা রেখেছিল। আজ বাড়ি ভাড়া দেওয়ার কথা। হিরার কাছে সেই টাকা চাইলে সে জানায়, সেই টাকা থেকে এক হাজার টাকা সে তার এক বান্ধবীকে ধার দিয়েছে। এ নিয়ে বাবা-মা তাকে বকাঝকা করে। এ বিষয় নিয়ে অভিমানে সে গলায় ফাঁস দেয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট