হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের আব্দুল্লাহপুরের বিআরটি উড়াল সেতুর ওপর ও নিচে, হাউজবিল্ডিং ও বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জের সদর উপজেলার উড়ফি চরপাড়া এলাকার আলী আহম্মদ মোল্লার ছেলে আবু সাঈদ (৩৩), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্রীপুর মুন্সিপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে রিমন (১৮), ময়মনসিংহের ফুলপুর উপজেলার নয়াপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে কাউছার (১৮), সিংহেরস্বর গ্রামের সুলতান মিয়ার ছেলে জিকরুল (১৮) ও রাজধানীর খিলক্ষেতের কুড়িল মৃধাবাড়ির সুমনের (পালিত বাবা) ছেলে সাগর (২৩)।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরার আব্দুল্লাহপুর, হাউজবিল্ডিং ও বিএনএস সেন্টারে এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার ওই পাঁচজনের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা ও মাদক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ