হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের আব্দুল্লাহপুরের বিআরটি উড়াল সেতুর ওপর ও নিচে, হাউজবিল্ডিং ও বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জের সদর উপজেলার উড়ফি চরপাড়া এলাকার আলী আহম্মদ মোল্লার ছেলে আবু সাঈদ (৩৩), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্রীপুর মুন্সিপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে রিমন (১৮), ময়মনসিংহের ফুলপুর উপজেলার নয়াপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে কাউছার (১৮), সিংহেরস্বর গ্রামের সুলতান মিয়ার ছেলে জিকরুল (১৮) ও রাজধানীর খিলক্ষেতের কুড়িল মৃধাবাড়ির সুমনের (পালিত বাবা) ছেলে সাগর (২৩)।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরার আব্দুল্লাহপুর, হাউজবিল্ডিং ও বিএনএস সেন্টারে এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার ওই পাঁচজনের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা ও মাদক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।’

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা