হোম > সারা দেশ > ঢাকা

ইস্কাটনে জোড়া খুন: সাবেক এমপির ছেলে রনির জামিন স্থগিত

আজকের পত্রিকা ডেস্ক­

বখতিয়ার আলম রনি। ছবি: সংগৃহীত

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী বেগম পিনু খানের ছেলে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বখতিয়ার আলম রনিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একইসঙ্গে আগামী মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর হাইকোর্ট তাকে এক বছরের জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ রোববার রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। ওই ঘটনায় নিহত হাকিমের মা ১৫ এপ্রিল অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।

সিসিটিভি ফুটেজ থেকে বখতিয়ার রনির গাড়ি থেকে গুলি করার বিষয়টি নিশ্চিত হয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে একই বছরের ৩০ মে তাকে গ্রেপ্তার করা হয়।

২০১৯ সালের ৩০ জানুয়ারি রনিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা কেরন আদালত। এরপর রনি হাইকোর্টে আপিল করেন। ওই আপিল বিচারাধীন থাকাবস্থায় রনি জামিন চেয়ে আবেদন করেন।

‎আরমানিটোলায় বহুতল ভবনে আগুন‎, ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১