হোম > সারা দেশ > ঢাকা

ইস্কাটনে জোড়া খুন: সাবেক এমপির ছেলে রনির জামিন স্থগিত

আজকের পত্রিকা ডেস্ক­

বখতিয়ার আলম রনি। ছবি: সংগৃহীত

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী বেগম পিনু খানের ছেলে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বখতিয়ার আলম রনিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একইসঙ্গে আগামী মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর হাইকোর্ট তাকে এক বছরের জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ রোববার রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। ওই ঘটনায় নিহত হাকিমের মা ১৫ এপ্রিল অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।

সিসিটিভি ফুটেজ থেকে বখতিয়ার রনির গাড়ি থেকে গুলি করার বিষয়টি নিশ্চিত হয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে একই বছরের ৩০ মে তাকে গ্রেপ্তার করা হয়।

২০১৯ সালের ৩০ জানুয়ারি রনিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা কেরন আদালত। এরপর রনি হাইকোর্টে আপিল করেন। ওই আপিল বিচারাধীন থাকাবস্থায় রনি জামিন চেয়ে আবেদন করেন।

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে