হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ী থেকে অনির্দিষ্ট সময়ের জন্য সারা দেশে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রাজবাড়ী প্রতিনিধি

বাসমালিক সমিতির অনুমতি ছাড়া রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর থেকে রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়াসহ সব রুটেই অনির্দিষ্ট সময়ের জন‍্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। 

সরেজমিনে শহরের মুরগির ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, রাজবাড়ী থেকে দূরপাল্লার পরিবহনসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ছোট ছোট যানবাহনে তাঁদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এ জন্য অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। 

পাবনা থেকে আসা সেলিম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১টার সময় রাজবাড়ীর মুরগির ফার্ম এলাকায় এসে জানতে পারি, বাস চলাচল করছে না। জরুরি কাজে ফরিদপুর যেতেই হবে। এখন তো বিপদে পড়ে গেলাম। ব‍্যাটারিচালিত অটোরিকশায় ৬০ টাকার ভাড়া চাচ্ছে ১০০ টাকা।’ 

অপর এক যাত্রী শেফালী আক্তার বলেন, ‘ঢাকাতে ভাইয়ের বাসায় যাচ্ছি বাড়ির গাছের আম নিয়ে। মুরগির ফার্মে এসে দেখছি, ঢাকাতে কোনো বাস যাচ্ছে না। কেন যাচ্ছে না কয়েক জনকে জিজ্ঞাসা করলাম, তারাও কিছু বলতে পারছে না। ইঞ্জিনচালিত মাহেন্দ্র দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত ভাড়া নিচ্ছে ৭০ টাকা। অথচ বাসে ভাড়া লাগে ৫০ টাকা। বাস চলাচল বন্ধ থাকায় আমরা সাধারণ যাত্রীরা বিপদে আছি।’ 

কুষ্টিয়ার খোকসা থেকে আসা ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, ‘খোকসা থেকে রাজবাড়ীর মুরগির ফার্ম পর্যন্ত বাসে আসলাম। এখানে পৌঁছানোর পর শুনছি, বাস আর যাবে না। এখন অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হবে। বিকল্প তো আর কিছু নাই। পান থেকে চুন খসলেও বাস চলাচল বন্ধ।’ 

এ বিষয়ে রাজবাড়ী বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহন রাজবাড়ী বাসমালিক সমিতি থেকে অনুমতি না নিয়েই এই রুটে চলাচল করছে। এ জন‍্য বাসমালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এই জেলা থেকে সব রুটে দূরপাল্লা ও আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’ 

আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, ‘এ বিষয়ে ঢাকায় মিটিং চলছে। মিটিং শেষে বলা যাবে কখন থেকে বাস চলাচল শুরু হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট