মানিকগঞ্জের দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় রাইফেল হারানো পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত কনস্টেবলের নাম আল আমিন।
মঙ্গলবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
আল আমিন দৌলতপুর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, দৌলতপুরের যমুনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। গত সোমবার অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় রাইফেল হারিয়ে যায়। এই জন্য ওই পুলিশ সদস্যকে সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দৌলতপুরের বাঘুটিয়া ও জিয়নপুর ইউনিয়নের যমুনা নদীতে বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু সেক অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। গত সোমবার দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি অর্ণব মালাকার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান। তখন তাকে সহায়তাকারী পুলিশ কনস্টেবল আল আমিনের হাত থেকে রাইফেলটি পড়ে যায়।
পরবর্তীতে আরিচা স্থল বন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা দিনভর উদ্ধার অভিযান পরিচালনা করেও রাইফেলটি উদ্ধার করতে পারেনি।