হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, ১৮ জেলের কারাদণ্ড

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে ১৮ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা ৩ মণ ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ ও প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিবালয় উপজেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যরা।

জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৮ জনকে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উদ্ধার করা প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়। এ ছাড়া অভিযানে জব্দ করা ৩ মণ ইলিশ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, কিছু অসাধু জেলে মা ইলিশের প্রজনন মৌসুমে অতিরিক্ত লাভের আশায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করে। এতে স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে আগামী ৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার