হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত ফুপা

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও গোড়ানের একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে খাদিজা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তার ফুপা ইসহাক মিয়া (৩০)।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে শিশুটি মারা যায়।

হাসপাতালে মৃত খাদিজার দাদি ফাতেমা বেগম বলেন, তাঁদের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায়। বাবা ফয়সাল আহমেদ, মা হিরা বেগমের একমাত্র সন্তান খাদিজা। বর্তমানে গোড়ান নবাবি মোড়ের একটি বাসায় ভাড়া থাকত।

বাসার পাঁচ তলার ছাদে কয়েকটি ঘর রয়েছে। সেখানেই তিনি তার ছেলের পরিবার ও মেয়ের পরিবার নিয়ে থাকেন। তবে ছাদের চার পাশের রেলিং একেবারে নিচু। দুপুরে সবাই যখন যার যার কাজে ব্যস্ত ছিল তখন অন্য বাচ্চাদের সঙ্গে ছাদে খেলছিল খাদিজা। খেলতে খেলতে রেলিংয়ের পাশে চলে গেলে সেখান থেকে বাইরে পড়ে যাচ্ছিল শিশুটি। এটি দেখে পাশে থাকা তার ফুপা ইসহাক মিয়া বাঁচাতে যায়। শিশুটির সঙ্গে ফুপা ইসহাকও ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। 

তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে সেখানে শিশুটির মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন ইসহাক মিয়া। 

ফাতেমা বেগম আরও জানান, শিশুটির বাবা ফয়সাল আহমেদ একটি বিস্কুট তৈরি কারখানায় চাকরি করেন। আহত ইসহাক মিয়া রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন। তার বাবার নাম মৃত জজ মিয়া। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায়। স্ত্রী পাপিয়া আক্তার ও দুই ছেলে এক মেয়েকে নিয়ে গোড়ানের ওই বাড়ির ছাদের ঘরে থাকেন তারা। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গোড়ান থেকে এক শিশুসহ দুজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আহত শিশুটির ফুপা হাসপাতালে ভর্তি আছে। স্বজনেরা বলেন, ছাদ থেকে পড়ে গিয়েছিল দুজন। শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ