হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক কাস্টমস উপকমিশনারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগে কাস্টমসের উপকমিশনার মো. বিল্লাল হোসেন ও তাঁর স্ত্রী ডা. জান্নাতুল ফেরদৌসের নামে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপপরিচালক বায়েজিদুর রহমান খান বাদী হয়ে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ে মামলা দুটি করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। 

বিল্লাল হোসেন বর্তমানে রংপুর কাস্টমস হাউসে এবং স্ত্রী ডা. জান্নাতুল ফেরদৌস মহাখালী ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন। 
 
মামলার এজাহারে বলা হয়, বিল্লাল হোসেন ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সম্পদের তথ্য চেয়ে দুদক থেকে সম্পদ বিবরণী জারি করা হলে তারা ২০২০ সালের ২৭ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে উপকমিশনার বিল্লাল হোসেনের নামে ৫১ লাখ ৩৮ হাজার ৮১৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। ওই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে বিল্লাল হোসেনের নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলা করা হয়। 

অপর মামলায় সম্পদ বিবরণী যাচাইকালে বিল্লাল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের নামে ৫৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১ কোটি ১৩ লাখ ১ হাজার টাকার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া যায়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিল্লাল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের নামে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট