হোম > সারা দেশ > ঢাকা

দোহারে আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় দোহার প্রেসক্লাবে কেক কেটে আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। এই আয়োজনে দোহার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল রহমান সানির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দোহার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান বলেন, প্রথমে ধন্যবাদ জানাই আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান এবং আজকের পত্রিকার দোহার উপজেলা প্রতিনিধি শরীফ হাসানকে। ‘সারা দেশের স্থানীয় দৈনিক’ স্লোগান সামনে রেখে একদল উদ্যমী সাংবাদিকের নিরলস প্রচেষ্টায় আজকের পত্রিকা এখন সার্কুলেশন বা প্রচারসংখ্যায় সারা দেশে তৃতীয় জাতীয় দৈনিক হিসেবে পরিচিতি লাভ করেছে। আজকের পত্রিকার এক বছর পূর্তি উপলক্ষে শুভকামনা রইল সকলের প্রতি।’

মো. কামরুল হাসান আরও বলেন, ‘এই পত্রিকা এখন দোহারের মানুষের হৃদয়ে গেঁথে আছে। সবাই এখন এই পত্রিকা পড়ে। এই পত্রিকার সংবাদ মানুষের মন কেড়ে নিয়েছে।’

আলোচনা সভায় অন্য বক্তারা আজকের পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবে কার্যকরী সদস্য মু. তারেক রাজিব, নওরোজ পত্রিকার দোহার প্রতিনিধি অলী আহাম্মেদ, গণকণ্ঠের দোহার প্রতিনিধি কাজী জুবায়ের আহাম্মেদ, সুজন আহাম্মেদ সদস্য দোহার প্রেসক্লাব, আসিফুর রহমান সজল, জুবায়ের আহাম্মেদ, মো. পলাশ, আল আমিন, আজকের পত্রিকার দোহার প্রতিনিধি শরীফ হাসান প্রমুখ।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা