হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের সময় মারধর, পুলিশ সদস্যসহ আটক ২

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর কোতোয়ালি থানা। ছবি: সংগৃহীত

ফরিদপুরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় মারধরের শিকার হয়েছেন পুলিশের এক কনস্টেবলসহ দুই ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের মধ্যে রয়েছেন পুলিশের কনস্টেবল মো. মামুন শেখ (৩২) ও শহরের আলীপুর এলাকার আরাফত রহমান আগুন (২৮)। তাঁদের মধ্যে মামুন শেখ সম্প্রতি কোতোয়ালি থানা থেকে ঢাকার ডিএমপিতে বদলি হলেও সেখানে যোগ দেননি।

গত রাতে জিসান শেখ (২০) নামের এক তরুণ ছিনতাইয়ের শিকার হন। পরে তিনি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তিনি আলালপুর এলাকার বাসিন্দা। জিসান বলেন, ‘রাত ৮টার দিকে বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলাম। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চার-পাঁচজন লোক এসে বলে তারা ডিবি, আমাকে চেক করবে। আমি বলি, আমার চাচার দোকানের সামনে চলেন, তারপর চেক করেন। তখনই আমার পকেটে থাকা ১০ হাজার টাকা নিয়ে তারা চলে যেতে চায়। এ সময় আশপাশের লোকজন দুজনকে ধরে ফেলে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান আজ শুক্রবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে মারধর করে আটকে রাখার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সিভিল পোশাকে এক পুলিশ সদস্যসহ দুজনকে উদ্ধার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।

ওসি আরও বলেন, আটক পুলিশ কনস্টেবল মামুন শেখকে গত ১৫ সেপ্টেম্বর কোতোয়ালি থেকে রিজার্ভ পুলিশে নেওয়া হয়। দুদিন পর তাঁকে ডিএমপিতে বদলি করা হয়। তিনি সেখানে যোগদান না করে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির