হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় দম্পতির ওপর হামলা: আরও দুজন গ্রেপ্তার, রামদা উদ্ধার

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: পুলিশ

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর এলাকায় এক দম্পতিকে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা–পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাজীপুরের কোনাবাড়ী ও টঙ্গী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)। এ ঘটনায় এর আগে মো. মোবারক হোসেন (২৫) রবি রায় (২২) ও মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২) নামের আরও তিনজন গ্রেপ্তার ছিলেন।

আজ বুধবার বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।

ডিসি বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে সজিবকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপর এক আসামি মেহেদি হাসান সাইফকে টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে আজ ভোরে গ্রেপ্তার হয়। ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল সাইফের হেফাজত থেকে জব্দ করা হয়েছে। ঘটনার সময় সাইফের পরিহিত শার্টও পাওয়া গেছে।

এ ছাড়া আজ সকালে আলফাজ মিয়া ওরফে শিশির ও মেহেদি হাসান সাইফের দেওয়া তথ্যের ভিত্তিতে তুরাগ নদীর পাড় থেকে ঘটনার সময় ব্যবহৃত দুটি রামদাও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা মূলত একটি গ্যাং। গ্যাংটির দুই সদস্য বিকট শব্দে মোটর মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি রিকশাকে ধাক্কা দেয়। এ নিয়ে রিকশার যাত্রীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায়। এ সময় ভুক্তভোগী মেহেবুল হাসান তাদের ‘ঝামেলা’ করতে নিষেধ করলে তাঁর ওপর হামলা করা হয়।

ডিসি রওনক জাহান জানান, গত সোমবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে সংবাদ পাওয়া যায় যে, উত্তরার ৭ নং সেক্টরের ৯ নং রোডের বাসার সামনে অজ্ঞাতনামা কয়েকজন অস্ত্রধারী এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে। এ সংবাদে উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের সহায়তায় ঘটনায় জড়িত মো. মোবারক হোসেন ও রবি রায়কে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইপ্তি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন। এ মামলায় গতকাল মঙ্গলবার বিকেলে আব্দুল্লাহপুর পশ্চিম পাড়া থেকে আসামি আলফাজ মিয়া ওরফে শিশিরকে গ্রেপ্তার করা হয়। এই দুজনই ওই দম্পতিকে রামদা দিয়ে কুপিয়েছিলেন।

পুলিশ জানায়, আহত দম্পতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ

বিজয় দিবস পালন করতে হচ্ছে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে সংগ্রামের অঙ্গীকার করে: প্রিন্স

পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ধানমন্ডি ৩২-এ ভাসানী, সিরাজ সিকদার, হাদির ছবি টানালেন জুলাই যোদ্ধারা

জবির মূল ফটকে পাকিস্তানের পতাকা আঁকতে বাধা, ভিসিকে অবরুদ্ধ করে ছাত্রদলের বিক্ষোভ

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত স্মৃতিসৌধের ফটক, আশপাশের সড়কে যান চলাচল শুরু

১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি: আসিফ নজরুল