ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটে বিএনপিপন্থী চিকিৎসকেরা মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে তাঁরা বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন।
আজ রোববার বেলা ২টার দিকে হাসপাতালের বাগান গেটের ভেতরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানববন্ধন করে।
মানববন্ধনে ড্যাবের নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতাল থেকে খবর পাওয়া যায় অনুমতি ছাড়া বিএনপিপন্থী চিকিৎসকেরা বাগান গেটের ভেতরে মানববন্ধন করেছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়। তবে শাহবাগ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই চিকিৎসকেরা মানববন্ধন শেষ করে হাসপাতাল ত্যাগ করেন।