হোম > সারা দেশ > ঢাকা

সাভারে টোল বাড়ানোর প্রতিবাদে মাংস বিক্রেতাদের ধর্মঘট, বিপাকে ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক, সাভার

নিজের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার পরিবার ও বন্ধুদের জন্য বাসায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন সাভারের উত্তরপাড়ার অসীম চৌধুরী। অন্যান্য পদের সঙ্গে খাবারের তালিকায় ছিল খাসির রেজালাও। কিন্তু সাভারের মাংস বিক্রেতাদের ধর্মঘটের কারণে খাসির মাংস বাদ দিয়ে মুরগি আর মাছ দিয়েই আপ্যায়ন সারতে হয়েছে। 

শুধু অসীম চৌধুরী নন, বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজকদের খাসির মাংস না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে। 

খাসি প্রতি টোল এ বছর ১০ গুণ বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে সাভার পৌর এলাকার খাসির মাংস বিক্রেতারা গতকাল বৃহস্পতিবার থেকে ধর্মঘট করে যাচ্ছেন। এ কারণে পৌর এলাকায় খাসি জবাই বা মাংস বিক্রি হচ্ছে না। টোল না কমালে অনির্দিষ্টকালের জন্য তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন। 

সাভার নামাবাজারের মাংস বিক্রেতা আব্দুল হাদি বলেন, ‘সাত বছরেরও বেশি সময় ধরে আমরা একটা খাসি জবাই করলে তার জন্য ৫ টাকা করে টোল দিয়ে আসছিলাম। এবার খাসি প্রতি টোল দাবি করা হচ্ছে ৫০ টাকা করে। তাই আমরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি।’ 

ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘সাভার নামাবাজারে ছয়জন ব্যবসায়ী গড়ে প্রতিদিন ৬০টি খাসি জবাই করে মাংস বিক্রি করে থাকেন। বছরে এই সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৬০০টি। খাসি প্রতি ৫০ টাকা করে টোল আদায় করা হলে বছরে আদায়কৃত টোলের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৮০ হাজার টাকা। এই টাকা ইচ্ছে করলেই ক্রেতাদের কাছ থেকে আদায় করা সম্ভব নয়। তাই টোল কমানোর দাবিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা।’

মুঠোফোনে যোগাযোগ করা হলে ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।’

সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘খাসি প্রতি সরকার নির্ধারিত টোল ৫০ টাকা। ইজারাদার তাই আদায় করছেন। এতে কারও আপত্তি থাকলে তাঁরা নিজেরা বসে সমঝোতা করে নিতে পারেন।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির