হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে পোশাকশ্রমিক খুনের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবী থানার লালমাটিয়া ট্রাকস্ট্যান্ড এলাকায় ছুরিকাঘাতে নিহতের ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহত মো. রায়হানের (২৬) বাবা মো. রাজু মিয়া মামলাটি করেন। দুপুরে মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। 

ওসি পারভেজ ইসলাম বলেন, সোমবার রাত ১০টার দিকে লালমাটিয়া টেম্পোস্ট্যান্ড রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রায়হান, এ সময় এক যুবক এসে ছুরি মেরে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে। নিহত রায়হানের মরদেহ ঢাকা মেডিকেলে আছে। ময়নাতদন্ত শেষ হলে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত ঘাতককে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজে সংগ্রহ করা হয়েছে, আমরা কাজ করছি। 

ছিনতাই, নাকি পূর্বশত্রুতা ছিল জানতে চাইলে পারভেজ ইসলাম বলেন, এ ঘটনা ছিনতাই ছিল না এটা নিশ্চিত। ধারণা করছি, এটি পূর্বশত্রুতা ছিল। তবে কী বিষয় নিয়ে শত্রুতা ছিল সেটি জানা যায়নি। 

গতকাল সোমবার রাত ১০টার দিকে অজ্ঞাত এক যুবক রায়হানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রথমে পথচারীরা স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান। 

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন