হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে পোশাকশ্রমিক খুনের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবী থানার লালমাটিয়া ট্রাকস্ট্যান্ড এলাকায় ছুরিকাঘাতে নিহতের ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহত মো. রায়হানের (২৬) বাবা মো. রাজু মিয়া মামলাটি করেন। দুপুরে মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। 

ওসি পারভেজ ইসলাম বলেন, সোমবার রাত ১০টার দিকে লালমাটিয়া টেম্পোস্ট্যান্ড রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রায়হান, এ সময় এক যুবক এসে ছুরি মেরে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে। নিহত রায়হানের মরদেহ ঢাকা মেডিকেলে আছে। ময়নাতদন্ত শেষ হলে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত ঘাতককে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজে সংগ্রহ করা হয়েছে, আমরা কাজ করছি। 

ছিনতাই, নাকি পূর্বশত্রুতা ছিল জানতে চাইলে পারভেজ ইসলাম বলেন, এ ঘটনা ছিনতাই ছিল না এটা নিশ্চিত। ধারণা করছি, এটি পূর্বশত্রুতা ছিল। তবে কী বিষয় নিয়ে শত্রুতা ছিল সেটি জানা যায়নি। 

গতকাল সোমবার রাত ১০টার দিকে অজ্ঞাত এক যুবক রায়হানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রথমে পথচারীরা স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট