হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে পোশাকশ্রমিক খুনের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবী থানার লালমাটিয়া ট্রাকস্ট্যান্ড এলাকায় ছুরিকাঘাতে নিহতের ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহত মো. রায়হানের (২৬) বাবা মো. রাজু মিয়া মামলাটি করেন। দুপুরে মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। 

ওসি পারভেজ ইসলাম বলেন, সোমবার রাত ১০টার দিকে লালমাটিয়া টেম্পোস্ট্যান্ড রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রায়হান, এ সময় এক যুবক এসে ছুরি মেরে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে। নিহত রায়হানের মরদেহ ঢাকা মেডিকেলে আছে। ময়নাতদন্ত শেষ হলে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত ঘাতককে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজে সংগ্রহ করা হয়েছে, আমরা কাজ করছি। 

ছিনতাই, নাকি পূর্বশত্রুতা ছিল জানতে চাইলে পারভেজ ইসলাম বলেন, এ ঘটনা ছিনতাই ছিল না এটা নিশ্চিত। ধারণা করছি, এটি পূর্বশত্রুতা ছিল। তবে কী বিষয় নিয়ে শত্রুতা ছিল সেটি জানা যায়নি। 

গতকাল সোমবার রাত ১০টার দিকে অজ্ঞাত এক যুবক রায়হানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রথমে পথচারীরা স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান। 

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক