ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ৭টি ক্লিনিককে বন্ধের নির্দেশ দিয়েছে ধামরাই উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাই বাজার কালামপুর বাজার জয়পুরা ও কাওয়ালিপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা।
ডাঃ নুর রিফফাত আরা বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পরই ধামরাইয়ে অনিবন্ধিত ক্লিনিকে অভিযান পরিচালনা শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সন্ধানী এক্স-রে অ্যান্ড প্যাথলজি, জনকল্যাণ জেনারেল হাসপাতাল, একতা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সিমান্ত ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল, আলাদীনস হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বিডিএন ধামরাই ডায়াবেটিস সেন্টার, ইয়াসিন ডেন্টাল কেয়ারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
এ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে ধামরাইয়ের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। এই অভিযান চলমান থাকবে।’
এ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ধামরাই থানার পুলিশ সদস্যসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধের ঘোষণা দেওয়া হয়।