হোম > সারা দেশ > ঢাকা

কোটি টাকার ঋণ জালিয়াতি, ১১ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোনালী ব্যাংকে জালিয়াতি করে ১ কোটি ৪২ লাখ টাকা ঋণ নেওয়ার অভিযোগের মামলায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আরিফুজ্জামান এ রায় দেন। 

কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ডিএন স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান জন, পরিচালক ফাহিদা হক, সোনালী ব্যাংকের জিএম মীর মহিদুর রহমান, এজিএম সাইফুল হাসান, এমডি ননী গোপাল নাথ, ডিজিএম শেখ আলতাফ হোসেন, ডিজিএম মোহাম্মদ শফিজ উদ্দিন আহমেদ, এজিএম কামরুল হোসেন খান, ডিএমডি মোহাম্মদ মাইনুল হক ও সিইও হুমায়ুন কবির। 

রায়ে পৃথক দুই ধারায় আসামি মোতাহার, শফিকুর ও ফাহিদাকে মোট ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে উভয় সাজা একসঙ্গে চলবে বিধায় তাঁদের ৫ বছরের সাজা ভোগ করতে হবে। এ ছাড়া অপর ৮ আসামির ৩ বছর করে কারাদণ্ড দেন আদালত। 

জালিয়াতি করে ঋণ নেওয়ার অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মামলার অভিযোগে বলা হয়েছে, সোনালী ব্যাংকের রমনা শাখা থেকে ডিএন স্পোর্টস লিমিটেড ১ কোটি ৪২ লাখ টাকা ঋণ নেয়। বিএম স্পোর্টস লিমিটেডের কর্মকর্তা ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ঋণ দেওয়া-নেওয়া করেন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন