হোম > সারা দেশ > ঢাকা

উত্তরা পূর্ব থানায় পুলিশের ৩ গাড়িতে আগুন, রাজপথ শিক্ষার্থীদের দখলে 

উত্তরা প্রতিনিধি, ঢাকা

রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানায় পুলিশের একটি গাড়িতে আগুন ও দুটি গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ইট-পাটকেলের হামলায় থানার চারতলা ভবনের তিনটি তলার জানালার কাচ ভেঙে গেছে। এ ছাড়া, উত্তরার হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকায় বিপুল পরিমাণ শিক্ষার্থী অবস্থান করছেন। 

সরেজমিন দেখা যায়, পুলিশের একটি গাড়ি যার নম্বর ঢাকা মেট্রো ম-৫১-৫৯২৫ জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ ছাড়া যে দুটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। তার একটি নম্বর হলো ঢাকা মেট্রো ট-১৪-৮১০৭। এর বাইরে ভাঙচুরের শিকার অপর একটি ট্রাকের নম্বর প্লেট খুঁজে পাওয়া যায়নি। 

এই প্রতিবেদক, সরেজমিন দেখেছেন হাউস বিল্ডিং ও রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ থেকে থানায় হামলা চালানোর চেষ্টা চালাচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উত্তরার জসীমউদ্‌দীন, হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকা এখনো শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। তবে মাঝে আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার কাছাকাছি এলাকা পুলিশের নিয়ন্ত্রণে।

পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এক শিক্ষার্থীর নিথর দেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপরে ছাত্র ও পুলিশের অবস্থানের মাঝামাঝি পড়ে আছে। তবে সেই শিক্ষার্থী মারা গেছেন কি না বা জীবিত আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে, রাজপথ ছাড়াও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের চারপাশে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। হাসপাতালের ভেতরেও তাঁরা আছেন। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালেও একই চিত্র দেখা গেছে। দুটি হাসপাতালই ছাত্রদের দখলে। জরুরি বিভাগে রোগী ও তাঁদের স্বজনদের ছাড়া আর কাউকে খুব একটা দেখা যায়নি।

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের