হোম > সারা দেশ > ঢাকা

উত্তরা পূর্ব থানায় পুলিশের ৩ গাড়িতে আগুন, রাজপথ শিক্ষার্থীদের দখলে 

উত্তরা প্রতিনিধি, ঢাকা

রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানায় পুলিশের একটি গাড়িতে আগুন ও দুটি গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ইট-পাটকেলের হামলায় থানার চারতলা ভবনের তিনটি তলার জানালার কাচ ভেঙে গেছে। এ ছাড়া, উত্তরার হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকায় বিপুল পরিমাণ শিক্ষার্থী অবস্থান করছেন। 

সরেজমিন দেখা যায়, পুলিশের একটি গাড়ি যার নম্বর ঢাকা মেট্রো ম-৫১-৫৯২৫ জ্বালিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ ছাড়া যে দুটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। তার একটি নম্বর হলো ঢাকা মেট্রো ট-১৪-৮১০৭। এর বাইরে ভাঙচুরের শিকার অপর একটি ট্রাকের নম্বর প্লেট খুঁজে পাওয়া যায়নি। 

এই প্রতিবেদক, সরেজমিন দেখেছেন হাউস বিল্ডিং ও রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ থেকে থানায় হামলা চালানোর চেষ্টা চালাচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উত্তরার জসীমউদ্‌দীন, হাউস বিল্ডিং, রাজলক্ষ্মী, ডিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকা এখনো শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। তবে মাঝে আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার কাছাকাছি এলাকা পুলিশের নিয়ন্ত্রণে।

পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, এক শিক্ষার্থীর নিথর দেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপরে ছাত্র ও পুলিশের অবস্থানের মাঝামাঝি পড়ে আছে। তবে সেই শিক্ষার্থী মারা গেছেন কি না বা জীবিত আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে, রাজপথ ছাড়াও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের চারপাশে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। হাসপাতালের ভেতরেও তাঁরা আছেন। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালেও একই চিত্র দেখা গেছে। দুটি হাসপাতালই ছাত্রদের দখলে। জরুরি বিভাগে রোগী ও তাঁদের স্বজনদের ছাড়া আর কাউকে খুব একটা দেখা যায়নি।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর