হোম > সারা দেশ > ঢাকা

ফাইল্যার মেলা বন্ধে ইউএনওর নির্দেশ

সখীপুর প্রতিনিধি

সখীপুরে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে পাঁচ দিন ধরে চলা ফাইল্যা পাগলার মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী। গতকাল মঙ্গলবার বিকেলে ইউএনও মেলাস্থলে উপস্থিত হয়ে মাইকে আধা ঘণ্টার মধ্যে মেলা বন্ধ করার নির্দেশ দেন। সন্ধ্যার পর বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তবে বড় দোকানগুলো আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত সময় নিয়েছে। এ সময় পাঁচ দোকানিকে জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন দূর-দূরান্তর হাজারো লোকজন মানত করা মোরগ, খাসি, গরু ও মোমবাতিসহ নানা রকম পণ্যসামগ্রী নিয়ে মেলায় আসেন। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মেলা স্থগিতের নির্দেশ দিয়েছিল প্রশাসন। প্রশাসনের সেই নির্দেশ তোয়াক্কা না করেই পাঁচ দিন ধরে চলছিল এ মেলা। পরে গতকাল মঙ্গলবার মেলা বন্ধ করতে অভিযানে আসেন ইউএনও চিত্রা শিকারী।

এ সময় ইউএনও উপস্থিত দর্শনার্থী ও দোকানদারদের উদ্দেশ্য করে বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রায় এক সপ্তাহ ধরে মেলাটি চলছে। কিন্তু স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনা করে এখন আর মেলাটি চলতে দেওয়া যাচ্ছে না। আধা ঘণ্টার মধ্যে আপনারা মেলা ত্যাগ করেন। দোকানদাররাও মালামাল গুছিয়ে চলে যান। অন্যথায় আইন-শৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে আপনাদের তাড়িয়ে দিতে ব্যবস্থা নেবে।’

পরে ৫ দোকানিকে জরিমানা করেছেন। সন্ধ্যার পর বেশ কিছু দোকানপাট চলে গেছে। বড় দোকানগুলো বুধবার সকাল ৯টা পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন। মেলায় দর্শনার্থীর সংখ্যাও কমে গেছে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু