হোম > সারা দেশ > ঢাকা

ফাইল্যার মেলা বন্ধে ইউএনওর নির্দেশ

সখীপুর প্রতিনিধি

সখীপুরে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে পাঁচ দিন ধরে চলা ফাইল্যা পাগলার মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী। গতকাল মঙ্গলবার বিকেলে ইউএনও মেলাস্থলে উপস্থিত হয়ে মাইকে আধা ঘণ্টার মধ্যে মেলা বন্ধ করার নির্দেশ দেন। সন্ধ্যার পর বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তবে বড় দোকানগুলো আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত সময় নিয়েছে। এ সময় পাঁচ দোকানিকে জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন দূর-দূরান্তর হাজারো লোকজন মানত করা মোরগ, খাসি, গরু ও মোমবাতিসহ নানা রকম পণ্যসামগ্রী নিয়ে মেলায় আসেন। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মেলা স্থগিতের নির্দেশ দিয়েছিল প্রশাসন। প্রশাসনের সেই নির্দেশ তোয়াক্কা না করেই পাঁচ দিন ধরে চলছিল এ মেলা। পরে গতকাল মঙ্গলবার মেলা বন্ধ করতে অভিযানে আসেন ইউএনও চিত্রা শিকারী।

এ সময় ইউএনও উপস্থিত দর্শনার্থী ও দোকানদারদের উদ্দেশ্য করে বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রায় এক সপ্তাহ ধরে মেলাটি চলছে। কিন্তু স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনা করে এখন আর মেলাটি চলতে দেওয়া যাচ্ছে না। আধা ঘণ্টার মধ্যে আপনারা মেলা ত্যাগ করেন। দোকানদাররাও মালামাল গুছিয়ে চলে যান। অন্যথায় আইন-শৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে আপনাদের তাড়িয়ে দিতে ব্যবস্থা নেবে।’

পরে ৫ দোকানিকে জরিমানা করেছেন। সন্ধ্যার পর বেশ কিছু দোকানপাট চলে গেছে। বড় দোকানগুলো বুধবার সকাল ৯টা পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন। মেলায় দর্শনার্থীর সংখ্যাও কমে গেছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন